আনোয়ারায় ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন (১৮) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অংকন নন্দীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের বন্ধুরা। গত শনিবার রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় একটি গানের কনসার্ট থেকে তাকে আটক করা হয়। এরপর নিহত আশরাফের বন্ধুরা অংকন নন্দীকে কোতোয়ালি থানায় সোপর্দ করে। গতকাল রোববার অংকনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি দীর্ঘ ১৬ মাস পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
জানা যায়, শনিবার রাতে নিহত আশরাফের বন্ধুরা এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় একটি গানের কনসার্টে যান। সেখানে তারা আশরাফ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি অংকন নন্দীকে দেখতে পায়। তখন কয়েকজন মিলে তাকে ধরে নগরীর কোতোয়ালি থানায় সোপর্দ করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বলেন, অংকন নন্দী নামের এক কিশোরকে ধরে স্থানীয়রা শনিবার রাতে থানা নিয়ে এসেছে। আমরা জানতে পারি আটককৃত অংকন নন্দী আনোয়ারা উপজেলার ছাত্রলীগ কর্মী আশরাফ হত্যা মামলার আসামি। এ ব্যাপারে আনোয়ারা থানাকে অবহিত করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈয়দ ওমর বলেন, আশরাফ হত্যা মামলার আসামি অংকন নন্দীকে কোতোয়ালী থানা থেকে জিডি মূলে আনোয়ারা থানায় আনা হয়েছে। আশরাফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এ আসামির বাড়ি বোয়ালখালী হওয়ায় তাকে ঔ থানার মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন খুন হয়। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পুলিশ চার্জশিটও দেন। কিন্তু দীর্ঘ ১৬ মাস পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।