নগরীর একাধিক স্থান থেকে ১৬ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. হেলাল (৩০), মো. রিয়াজ (২৫), খলিল (২৭), মো. হৃদয় (২৭), মো. সোহাগ (৩৫), মো. রাসেল (৩১), মো. আরিফ (২৪), মো. আলাউদ্দিন (২৫), মো. সাদ্দাম (২২), সৈয়দ জাহেদুল আলম (২৪), সাইদুল আলম (২০), মো. ফরিদ (২৫), মো. আজাদ (৩০), মো. ওসমান (৪২), ১৫) নুর মোহাম্মদ (২৭), মো. কাদের (২৬)।