১৬ বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না

কুয়েটে সংঘর্ষের পর ছাত্রদলকে হাসনাত

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

ছাত্রদল নিপীড়কের ভূমিকা পালন করলে পরিণতি ‘ছাত্রলীগের মতই’ হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। খবর বিডিনিউজের।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটা ব্যানার ধরতে ছয়জন মানুষের প্রয়োজন হয়। গত ১৬ বছর এই ছয়জন মানুষ আপনাদের (ছাত্রদলের) ছিল না। আজ আপনাদের পেছনে শত শত মানুষ। এই মানুষগুলোই গত ১৬ বছর ছাত্রলীগের পেছনে ছিল। এটি যে শিক্ষার্থীদের কারণে সম্ভব হয়েছে আপনারা তাদের বিরুদ্ধে যাবেন না। গত ১৬ বছরের নির্যাতনের কথা ভুলে যাবেন না। যদি আপনারা ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করেন আপনারাও ছাত্রলীগের পথেই যাবেন। পরিণতি ঠিক ছাত্রলীগের মতই হবে।’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের দফায় দফায় সংঘর্ষের পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভসমাবেশ ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সমাবেশে ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হইয়েন না। মজলুম জালিম হলে পৃথিবীতে বসবাস অযোগ্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা কেমন রাজনীতি করতে চায় তা জেনে আপনাদের তাদের সঙ্গে তাদের মত অনুযায়ী রাজনীতি করতে হবে। আপনারা যদি ছাত্রলীগের মত রাজনীতি করতে চান সাদ্দামের (ছাত্রলীগ সভাপতি) যে পরিণতি হয়েছে, আপনাদেরও তাই হবে।’

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক জসিম উদ্দিন
পরবর্তী নিবন্ধবিলুপ্ত নয়, র‌্যাব পুনর্গঠনের আভাস স্বরাষ্ট্র উপদেষ্টার