১৬ বছরের নির্যাতনের বিচার না পেলে বাড়ি ফিরে যাবো না

রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সনাতনী পূজামণ্ডপ পরিদর্শনে রাঙ্গুনিয়া এসেছেন। গতকাল শনিবার রাতে শুরুতে তিনি রাঙ্গুনিয়ার কাদের নগরে তাঁর পৈতৃক বাসভবনে যান। সেখানে নবীনপ্রবীণ হাজারো নেতাকর্মীর ঢল নামে। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ১৬ বছর পর নিজ বাড়ি জমজমাট মনে হচ্ছে। আজকে আমার বাবার পুরানো মানুষ, প্রবীণ নেতৃবৃন্দ এবং নতুন নওজোয়ান ভাইয়েরা বের হয়ে আসছে। ১৬ বছর আওয়ামী লীগের ভয়ে বাড়ি থেকে বের হওয়া যেতো না। দুই বছর আগে বিএনপির একটি বড় প্রোগ্রামে বলেছিলাম, যেদিন আওয়ামী লীগ সরকার পড়ে যাবে, সেদিন আওয়ামী লীগের সদস্যরা বাড়িতে একা হেটে যেতে পারবে না। আজকে সেই আওয়ামী লীগ কোথায় গেল, দুই মাস হয়ে গেল কোনো আওয়ামী লীগ খুঁজে পেলাম না, তাদের প্রিয় স্লোগান ‘জয় বাংলা’ শুনিনা।

তিনি বলেন, রাঙ্গুনিয়ার মাটিতে এখন আর আওয়ামী লীগ নাই। আপনারা ১৬ বছর ধরে বিএনপির জন্য এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য যুদ্ধ করেছেন। আপনাদেরকে ওয়াদা করে বলে যেতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের উপর যে অন্যায় হয়েছে, আমাদের নেতাদের উপর যে অবিচার হয়েছে, যতদিন এই বিচার আমরা পাবো না, ততদিন আমাদের এই আন্দোলন মাঠেই থাকবে, আমরা বাড়ি ফিরে যাবো না। পরে তিনি রাঙ্গুনিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনকালে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার সুযোগ হলে আমি একটা স্থায়ীভাবে মন্দির যেন করতে পারি, সেই চেষ্টা থাকবে। এদিন তিনি চন্দ্রঘোনার গীতা ভবন মহাজন বটতল, পশ্চিম কদমতলী বনিকপাড়া মন্দির, মধ্যম কদমতলী জয়কালী মন্দির, শান্তিনিকেতন ক্ষেত্রপাল মন্দির, পৌরসভার ইছাখালী নিতাই সেবাশ্রম দাশ পাড়া মন্দির এবং সৈয়দবাড়ি নারায়ণ মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন এবং সনাতনী সমপ্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধবাবার মৃত্যুতে সংসারের বড় বোঝা ছোট্ট রাশেদের কাঁধে
পরবর্তী নিবন্ধবিব্রতকর হারে ভারত সফর শেষ করল বাংলাদেশ