১৬ নভেম্বর যুবদলের কর্মসূচি সফল করতে ঐকবদ্ধভাবে হতে হবে

মহানগর যুবদলের প্রস্তুতি সভায় দীপ্তি

| সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে কাঙ্খিত লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে আগামী ১৬ নভেম্বর যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষিত চট্টগ্রামে কর্মসূচি সমূহ বাস্তবায়ন করার লক্ষ্যে গতকাল রোববার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহানগর যুবদলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদান নতুন প্রজন্মের নিকট পৌঁছে দেয়ার জন্য যুব সমাজকে কাজ করতে হবে। যুব সমাজই দেশের এক বৃহৎ শক্তি, তাদেরকে কাজে লাগিয়ে এদেশকে গড়ে তুলতে হবে। তিনি বলেন,আগামী ১৬ নভেম্বর যুবদলের চট্টগ্রামের কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের সচেষ্ট থাকতে হবে।এতে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মো. জাহাঙ্গীর আলম, মিয়া মো. হারুন, অরুপ বড়ুয়া, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, শাহজালাল পলাশ, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, আতিকুর রহমান, মো. শাহেদুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জহির, আনোয়ার হোসেন আনু, মেজবাহ উদ্দিন মিন্টু, আবুল কালাম, হাফেজ কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুরুশকুল ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও সম্মেলন
পরবর্তী নিবন্ধবিতার্কিকদের নিয়মিত বিতর্ক চর্চা অব্যাহত রাখতে হবে