১৬ দিনে ইউক্রেন ছেড়েছে ২৫ লাখ মানুষ

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

রাশিয়ার আগ্রাসন শুরুর পর ১৬ দিনে ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। গতকাল শুক্রবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। খবর বিডিনিউজের।
রয়টার্স লিখেছে, অভিবাসন সংস্থাটি সর্বশেষ একদিন আগে গত বৃহস্পতিবার প্রতিবেদন দেওয়ার পর ইউক্রেনের অতিরিক্ত আরও ২ লাখ মানুষ শরণার্থী হয়েছে। আলাদাভাবে জাতিসংঘের মানবিক বিষয়ের সমন্বয়কারী সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সাড়ে ১৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগে যুদ্ধ শুরুর অষ্টম দিনে জাতিসংঘ জানায়, ইউক্রেন থেকে ১০ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। ২০১৫ সালের শরণার্থী সংকটের সময় দেশটির ১৩ লাখ মানুষ দেশান্তরী হয়েছিল। সেই তুলনায় যুদ্ধ শুরুর এক সপ্তাহে প্রায় কাছাকাছি সংখ্যক মানুষ শুধু ইউক্রেন থেকেই শরণার্থী হয়েছে। এদিকে চলমান যুদ্ধের মধ্যে বেতন-ভাতাসহ পেনশন পরিশোধের মতো কাজে ইউক্রেন সরকারের কার্যক্রম পরিচালনায়- ৭২ কোটি ৩০ লাখ ডলার ঋণ ও অনুদান হিসেবে দিচ্ছে বিশ্ব ব্যাংক। শিশু ও বয়স্কসহ লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থীদের অতিরিক্ত সহায়তা দিতেও কাজ করছে বিশ্ব ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার প্রতি ভেনিজুয়েলার সমর্থন পুনর্ব্যক্ত
পরবর্তী নিবন্ধইউক্রেনের ল্যাবে রাখা জীবাণু ধ্বংসের পরামর্শ ডব্লিউএইচওর