১৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার বিদায় করেছে

১৯নং ওয়ার্ড বিএনপির সভায় এরশাদ উল্লাহ

| শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে। মতামত সবার থাকতে হবে, আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব আছে। এটা আমরা কালকেই বাস্তবায়ন করতে পারব না। আমাদের জনগণের কাছে যেতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে মিয়া খান নগর ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি সদস্য শামসুল আলম। ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া থানা সাবেক আহ্বায়ক নবাব খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, জাফর আহমদ, আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ সারাদেশের মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনতুন রাজনৈতিক দলের পলিসিতে নতুন কিছুই দেখিনি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড