নগরীর ডবলমুরিং এবং পাহাড়তলীতে অভিযান চালিয়ে নাশকতা ও ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৬ ও ১৪ বছর ধরে পলাতক মো. দেলোয়ার (৪৬) ও মনির হোসেন প্রকাশ মনু (৪০) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত সোমবার নগরীর ডবলমুরিং এবং পাহাড়তলী এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় র্যাব–৭ গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানায়।
গ্রেপ্তার মনির হোসেন প্রকাশ মনু লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকার আবুল হোসেন প্রকাশ আবু দালালের ছেলে ও মো. দেলোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মিয়াপুর এলাকার আবু তাহেরের ছেলে।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, জেলার লক্ষ্মীপুর সদর থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪ বছর ধরে পলাতক আসামি মনির হোসেন ও নোয়াখালী জেলার বিশেষ ট্রাইব্যুনাল মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৬ বছর ধরে পলাতক আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনই গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকার একজন ১৬ বছর, আরেকজন ১৪ বছর ধরে পলাতক ছিল।