১৬ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

পরিবেশের ক্ষতি ।। পাহাড় কাটায় পাঁচ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

পরিবেশের ক্ষতি করায় ১৬টি ইটভাটাকে ১০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। একইসঙ্গে বান্দরবানে পাহাড় কাটায় এক ব্যক্তিকেও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি। গতকাল এ জরিমানা করা হয় বলে দৈনিক আজাদীকে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম। তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারায় ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করি।
এর মধ্যে পাহাড় কাটায় বান্দরবানের লামা কুমাখালী বাজারের মো. গিয়াস উদ্দিনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ এলাকায় স্থাপন এবং নবায়ন না করায় ব্রাহ্মণবাড়িয়ার ১৬টি ইটভাটাকে বাকি ১০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা পানি শোধনাগার পরিদর্শনে জাইকা প্রতিনিধি
পরবর্তী নিবন্ধমির্জা ফখরুল ও তার স্ত্রী করোনা আক্রান্ত