১৬ আনসার ব্যাটালিয়নে সাইকেল শোভাযাত্রা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মীরসরাইয়ের জোরারগঞ্জ ১৬ আনসার ব্যাটলিয়ন ওই শোভাযাত্রায় যাত্রাবিরতিতে সংবর্ধনা দেয়া হয়। দেশব্যাপী (পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত) সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ করা হয়। উপস্থিত ছিলেন, ১৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, কোম্পানি কমান্ডার মো. লিটন মিয়া, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক রায়হান ফকিরসহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ। শোভাযাত্রা আগামী ১২ ডিসেম্বর কক্সবাজারে শেষ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয় মেলা পরিষদের সাথে উপ-পরিষদ প্রতিনিধিদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৪ জন