১৬০ সাইনবোর্ড ব্যানার উচ্ছেদ

অভিযানের দ্বিতীয় দিন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৫৩ পূর্বাহ্ণ

অভিযানের দ্বিতীয় দিন ১৬০টি অবৈধ সাইনবোর্ড, ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল রোববার নগরীর আন্দরকিল্লা থেকে লালদীঘি এবং টেরীবাজার থেকে বদরপাট্টি এলাকায় এ অভিযান পারিচালিত হয়।
অভিযান মনিটরিং করেন প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম। তিনি আজাদীকে বলেন, দেড় শতাধিক সাইনবোর্ড, ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করেছি। অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, সাইনবোর্ড উচ্ছেদ কম হয়েছে। বেশি হয়েছে ব্যানার-ফেস্টুন। বেশিরভাগ সাইনবোর্ড উপরে লাগানো এবং এগুলো অপসারণে গ্যাস কাটার লাগবে। এজন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার অভিযান চালানো হবে। গতকালকের অভিযানে ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমেয়র মুজিবের ছেলে-মেয়ের কোটি টাকার এফডিআর জব্দ
পরবর্তী নিবন্ধধর্মীয় চর্চা মানুষের মনকে পরিশুদ্ধ করে