লাখে নয়, কোটি কোটি মূল্যে বিক্রি হল গাড়ির একটি নাম্বারপ্লেট। বিষয়টি অবিশ্বাস্য, অকল্পনীয় মনে হলেও বাস্তবে এমনটাই হয়েছে। গাড়ির নাম্বারপ্লেটে রয়েছে মাত্র একটি ইংরেজি হরফ এবং একটি সংখ্যা। আর সেটি হল ‘পি ৭’।
‘মোস্ট নোবেল নম্বরস’ নামে প্রতি বছর দুবাইয়ে নিলামের আসর বসে। এই নিলামের অনুষ্ঠানের উদ্যোক্তা ‘এমিরেটস অকশন’ এবং দুবাইয়ের পরিবহণ মন্ত্রণালয় এটিস্লাট অ্যান্ড ডু। সম্প্রতি এই নিলামের আসর বসেছিল দুবাইয়ে। সেখানেই ‘পি ৭’ নাম্বারপ্লেটের নিলাম হয়। নিলামে ওই নাম্বারপ্লেটের দাম ওঠে সাড়ে ৫ কোটি দিরহাম। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬০ কোটি টাকা। উদ্যোক্তাদের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে দামি নাম্বারপ্লেট। গিনেস রেকর্ডেও সামিল করা হয়েছে একশো কোটির এই নাম্বারপ্লেটকে। শুরুতে এই নাম্বারপ্লেটের দাম ওঠে দেড় কোটি দিরহাম। কয়েক সেকেন্ডে সেই দর বেড়ে সাড়ে ৩ কোটি দিরহামে পৌঁছায়। এই দামে নাম্বারপ্লেটটি কিনতে চেয়েছিলেন টেলিগ্রাম অ্যাপের কর্ণধার পাভেল ভ্যালিরিভিচ দুরভ। কিন্তু সেই দামকে পিছনে ফেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সাড়ে ৫ কোটি দিরহামে ওই নাম্বারপ্লেট কেনেন।