১৫ মার্চের পর চবি ক্যাম্পাসে অছাত্র পেলেই ব্যবস্থা

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অবস্থানকারী যেকোনো অছাত্র, বহিষ্কৃত ও মাদকাসক্ত ব্যক্তিদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৫ মার্চের পর এরকম কাউকে পেলেই আইনানুগ ব্যবস্থা নিবে বলেও জানায় কর্তৃপক্ষ। এছাড়া ক্যাম্পাস ও সংলগ্ন সম্ভাব্য মাদক বিক্রির স্থান ও মাদক সেবনের স্থানসমূহে এখন থেকে নিয়মিত অভিযান চালানোর কথা বলা হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১২টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চবি বোর্ড অব রেসিডেন্স ও হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আমন্ত্রিত অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে। সভায় গৃহীত আলোচ্য সূচির আলোকে চবির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

অতঃপর বোর্ড অব রেসিডেন্স হেলথ এন্ড ডিসিপ্লিন সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে বিগত ৯ জানুয়ারিতে প্রদত্ত সুপারিশ১ ও সুপারিশ২ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরণের অপরাধ প্রবণতা কমাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।এখন থেকে প্রতিদিন আমাদের অভিযান কার্যক্রম চলবে।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে গিয়ে রুটিন চেকআপ করালেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধবাংলাদেশ স্বচ্ছতা জবাবদিহিতায় অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে : তথ্যমন্ত্রী