নগরের সাগরিকা স্টেডিয়াম রোডে সড়ক, নালা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল এ অভিযান পরিচালিত হয়েছে। একই অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় ফুটপাত ও নালার উভয় পাশে পুরাতন লোহা ব্যবসায়ী ও পাইপের দেকানদার তাদের পণ্যসামগ্রী রেখে সাধারণ পথচারির চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। তাই তাদের জরিমানা করা হয়। এছাড়া রাস্তা ও ফুটপাতে আরো প্রায় শতাধিক দোকান অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। অভিযানে সেগুলোও উচ্ছেদ করা হয়।
চসিকের জনসংযোগ বিভাগ জানায়, ইতোপূর্বে বেশ কয়েকবার নগরীর বিভিন্ন স্থানে অবৈধদখলে থাকা স্থাপনা দখলকারীদের নিজ দায়িত্বে সরিয়ে নিতে বিজ্ঞপ্তি ও মাইকিং করে জানিয়ে দেয় সিটি কর্পোরেশন। এরপরও এসব স্থাপনা না সরানোয় অভিযান চালান চসিক ভ্রাম্যমাণ আদালত।