রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করায় ১৫ ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর সদরঘাট থানার অমর চাঁদ রোড ও আইস ফ্যাক্টরি রোড, কোতোয়ালী থানার স্টেশন রোডে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
এতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস। এবিষয়ে চসিকের জনসংযোগ শাখা জানায়, ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে দোকানের পণ্য সামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অভিযানে প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রাস্তা ও ফুটপাত থেকে অপসারণ করে জরিমানা করা হয়।












