১৫ বছর পর ওয়াসার চেয়ার ছাড়েন ফজলুল্লাহ

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

২৪ সালের আগস্টে সরকার পতনের প্রায় তিন মাস পর ৩১ অক্টোবর চেয়ার ছাড়তে হয় চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহকে। এর ফলে প্রায় ১৫ বছর পর পরিবর্তন আসে ওই চেয়ারে। যদিও এমডিকে চেয়ার থেকে সরাতে কয়েক দফা আন্দোলন করতে হয় বৈষম্যবিরোধীদের। অভিযোগ আছে, প্রকল্পে নয়ছয়সহ নিজের আত্মীয়স্বজনকে পুনর্বাসনের নামে তিনি চাকরি দিয়েছেন ওয়াসায়। এছাড়া ভান্ডালজুরি পানি প্রকল্প সময়মত চালু করতে না পারা এবং স্যুয়ারেজ প্রকল্পের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে।

শুষ্ক মৌসুমে পানিতে লবণাক্ততা নিয়ে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান দিতে না পারায় বরাবরই ওয়াসা কর্তৃপক্ষ ছিল তোপের মুখে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধপুলিশের গুলিতে শিশু রিয়ার মৃত্যুতে আলোড়ন