১৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৯ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

পাহাড় ও টিলা কাটা এবং পরিবেশ পরিবেশগত ছাড়পত্র না থাকায় ১৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৯ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ হাসান হাছিবুর রহমান শুনানি শেষে গতকাল মঙ্গলবার এই জরিমানা ধার্য করেন। অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা আজাদীকে বিষয়টি নিশ্চিত করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাহাড় কাটার অপরাধে বান্দরবানের মো. ইয়াসিনকে ২৪ হাজার টাকা ও কুমিল্লার আবদুর রবকে ১ লাখ ৩৫ হাজার টাকা এবং জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ ছাড়পত্র না থাকায় কুমিল্লা জেলার রয়েল হাসপাতালকে ২৫ হাজার, কসবা লাইফ কেয়ার ডায়াগনোস্টিককে ২০ হাজার, দ্বেবিদ্বার মেডিকেলকে ২০ হাজার, গ্রামীন মেডিকেল সার্ভিসেসকে ২০ হাজার, হলি ফ্যামিলি হাসপাতালকে ৩০ হাজার, বুড়িচং মেডিকেল সেন্টারকে ২০ হাজার, নিউ মেঘনা হাসপাতালকে ৫০ হাজার ও সেইফ লাইফ ডিজিটাল ডায়াগনোস্টিককে ২৫ হাজার জরিমানা করা হয়। চাঁদপুরের পপুলার ল্যাব অ্যান্ড জেনারেল হাসপাতালকে ২০ হাজার, ব্রাহ্মনবাড়িয়ার দিয়ানা ব্রিকসকে ৫ লাখ, লক্ষ্মীপুরের দেশ মা মাটি মেডিকেল সেন্টারকে ২০ হাজার ও লক্ষ্মীপুরের নোভা ট্রমা সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ৩ দোকান