১৫ নারীকে দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

জাপান ভিত্তিক সংগঠন আইটিইউসি বিসি জিলাপ এসজিআরএ প্রজেক্ট ২০২৩ এফওয়াই বৃত্তিমূলক সেলাই প্রশিক্ষণ নগরীর বিশ্বকলোনি ন্যায় প্রতিষ্ঠা শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে সংগঠন কার্যালয়ে ১৫ নারীকে দুই মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম সরওয়ার কামাল দুলু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জিলা প্রতিনিধি সাহেবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইসহাক, আব্দুল সবুর কোম্পানি, ট্রেইনার শাকিলা বানু, ফেরদৌস জামাল মুকুল, গিয়াস উদ্দিন তুহিন, জামাল উদ্দিন, শাহনেওয়াজ, মোহাম্মদ ইউসুফ, ওমর ফারুক লিটন। অনুষ্ঠানে কাউন্সিল জহুরুল ইসলাম জসিম দুইটি সেলাই মেশিন দেওয়ার ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূজা উদ্‌যাপন পরিষদের গীতা পাঠ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসদরঘাট থানা ছাত্রলীগের আলোচনা সভা