নগরের বহদ্দারহাট থেকে শাহ আমানত ব্রিজ পর্যন্ত সড়কে বিশেষ পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১৫ ট্রাক বালি ও ময়লা অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া চসিকের উপ–প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী আজাদীকে বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে বিশেষ এই অভিযান চালানো হয়। কর্পোরেশনের ৬টি বিশেষ দলের ১১০ জন সেবক এতে অংশ নেন।