১৫ টি মোবাইল উদ্ধারের পর মালিকের নিকট হস্তান্তর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রাম। পরে সেগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন গত বছর ডিসেম্বর থেকে ৯ এপিবিএন, চট্টগ্রাম হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযান শুরু করেছে। ভবিষ্যতেও ৯ এপিবিএনএর সাইবার অপরাধ, জঙ্গি দমন ও মানব পাচার অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল