১৫ জনের বিরুদ্ধে মামলা

সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:২৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। নিহত রানার বাবা রফিক উদ্দিন রকি বাদী হয়ে গতকাল সোমবার চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে ৯ জনের নাম উল্লেখ করে মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন পৌরসভার ভরামুহুরী গ্রামের মৃত আহমদ শফির ছেলে নুরুল হোছাইন, মৃত আবুল কাশেমের ছেলে নুরুল আলম, মৃত আবদুল মজিদের ছেলে কফিল উদ্দিন, পালাকাটা কাসেম মাস্টার পাড়ার আবুল কাসেমের ছেলে সাইফুল ইসলাম, ভরামুহুরী হাজিপাড়ার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে মো. আইয়ুব, নুরুল আলমের ছেলে মো. হাসান, আলী হোছেনের ছেলে আবুল বশর ও আবুল কাশেমের ছেলে আবু ছিদ্দিক। এ ব্যাপারে কঙবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম দৈনিক আজাদীকে বলেন, মামলা রুজুর পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। ঘটনার পরপর ৫৪ ধারায় গ্রেপ্তার সন্ধিগ্ধ আব্দুল মান্নানকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার রাত দেড়টার দিকে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরীস্থ হাজিপাড়ায় জায়গার বিরোধ নিয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাস্টার পাড়ার রফিক উদ্দিন রকির পুত্র সোহেল রানাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় সন্ত্রাসী হামলায় নিহত হন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাস থেকে লুট হওয়া মোবাইল ও মালামাল উদ্ধার
পরবর্তী নিবন্ধসরকার এবং আলেম-ওলামাদের সুসম্পর্ক নষ্ট করা যাবে না