১৫ গরিব অসুস্থ শিশু পেলো ফ্রি চিকিৎসা

চমেক হাসপাতালে ওয়ার্কশপ-সেমিনার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের মূত্রথলি ও মূত্রনালীর জটিল জন্মগত রোগের চার দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর (গতকাল) পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যোগ দেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত পেডিয়েট্রিক ইউরোলজিস্ট ডা. উই ইয়ান চিয়া এবং ভারতের বিখ্যাত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সের শিশু সার্জারির প্রফেসর ডা. শিল্পা শর্মা। চমেক হাসপাতালে চলা এই ওয়ার্কশপের অংশ হিসেবে ১৫ জন শিশুর মূত্রথলি, মূত্রনালী ও জননাঙ্গের জটিল জন্মগত রোগের সম্পূর্ণ ফ্রি সার্জারি করা হয়।

এই ওয়ার্কশপে প্রশিক্ষণার্থী হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু সার্জারির স্নাতকোত্তর শিক্ষার্থীরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫০ জনেরও বেশি শিশু সার্জারি বিশেষজ্ঞ ও রেসিডেন্ট চিকিৎসক অংশ নেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ খুরশিদ আলম সারোয়ার বলেন, এই ধরনের আন্তর্জাতিকমানের কর্মশালায় দেশের শিশু সার্জনদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞানের পরিধির বিস্তৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে এ অঞ্চলের রোগীরা লাভবান হবে বলেও তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের আরো কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও ডা. খুরশীদ উল্লেখ করেন।ওয়ার্কশপে অস্ত্রোপচার হওয়া শিশুদের অভিভাবকরা এমন আন্তর্জাতিকমানের সেবা পেয়ে উৎফুল্ল। এ কে খান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় শিশুসার্জনদের বৈশ্বিক সংস্থা ডব্লিউওএফএপিএস’র অনুমোদনে আয়োজিত এই ওয়ার্কশপের সার্বিক ব্যবস্থাপনা করে চিটাগং রিসার্চ ইন্সটিটিউট ফর চিলড্রেনস সার্জারি (সিআরআইসিএস)

পূর্ববর্তী নিবন্ধব্যালট পেপারের জন্য কেপিএম থেকে গেল ১৩শ মেট্রিক টন কাগজ
পরবর্তী নিবন্ধ‘ভূমিকম্পের প্রভাব এবং কাঠামোতে মানসম্পন্ন ইস্পাত ও কংক্রিটের ব্যবহার’ বিষয়ে সেমিনার