১৫ উপজেলায় ক্যাপসুল খাবে ৮ লাখ ৪১ হাজার শিশু

১২-১৫ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

 

সারাদেশের ন্যায় আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। চট্টগ্রামের ১৫ উপজেলায় ৬১১ মাস বয়সী ও ১২৫৯ মাস বয়সী প্রায় ৮ লাখ ৪১ হাজার শিশুকে একটি করে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা পর্যায়ে এডভোকেসি ও পরিকল্পনা সভা গতকাল সোমবার আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা চট্টগ্রামে উপপরিচালক সুব্রত কুমার চৌধুরী ও সহকারী জেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মো. নুরুল হায়দর চৌধুরী। বক্তব্য দেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এ এফ এম জাহিদ। সভায় জেলার ১৫ উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধসরকারি দায়িত্ব নিষ্ঠার সাথে যারা পালন করে তাদের স্থান মানুষের অন্তরে থাকে