চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় সেশনটা ভালোই কাটিয়েছে শ্রীলংকা। ২ উইকেটে ৭৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া লংকানরা দ্বিতীয় সেশনে তুলেছে ৮৫ রান।
কোন উইকেট হারায়নি। দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস এবং এঞ্জেলো ম্যাথিউস তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। মেন্ডিস অপরাজিত আছেন ৫৪ রানে। আর ম্যাথিউস ও অপরাজিত ৫৪ রানে।
এদুজন তৃতীয় উইকেটে যোগ করেন ৯২ রান। দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলাররা সুবিধা করতে পারেনি মোটেও।