চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) গতকাল বৃহস্পতিবার একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সিআইইউ’র ৪ টি অনুষদের মোট ১৫২ জন কৃতী শিক্ষার্থীকে ৩ টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ডিন’স অনার লিস্ট প্রাপ্ত ৫৭ জন, ডিন’স মেরিট লিস্ট প্রাপ্ত ৭ জন ও ডিন’স লিস্ট প্রাপ্ত ৮৮ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। তিনি বলেন,শিক্ষার্থীরাই একটি দেশের অগ্রগতির চালিকাশক্তি। আমরা বিশ্বাস করি, গুণগত শিক্ষাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। সিআইইউ সবসময়ই চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে। এই অ্যাওয়ার্ড সেই প্রচেষ্টার একটি স্বীকৃতি। সিআইইউ’র এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং দেশের উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করে। রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের ডিন ড. সৈয়দ মনজুর কাদের, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফ ইকবাল, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সহকারী ডিন সার্মেন রড্রিঙ, এবং আইন অনুষদের সহকারী ডিন নাজনীন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, এই ধরণের স্বীকৃতি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস এবং নতুন উচ্চতায় পৌঁছানোর প্রেরণা জোগাবে। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ শিক্ষার গুণগত মান রক্ষায় এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একাডেমিক এঙিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আহ্বায়ক ড. রুবেল সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য এবং অনুষদের ডিনবৃন্দ। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্য থেকে ৪ জন শিক্ষার্থী নিজেদের অভিমত ব্যক্ত করে বলেন,এই অনুষ্ঠান আমাদের প্রত্যেককে নতুন উদ্দীপনা দিয়েছে, আমাদের স্বপ্নকে আরও বড় করে তুলেছে। আমরা কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক ও প্রশাসনের প্রতি, যাঁরা আমাদের পাশে থেকে পথ দেখিয়েছেন। আজকের এই সম্মান আগামী দিনের সাফল্যের ভিত্তি হয়ে থাকবে।এসময় শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।