১৫০ ফুট গভীর খাদে মাইক্রো

সাজেকে ১২ পর্যটক গুরুতর আহত

খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী একটি মাইক্রোবাস আনুমানিক ১৫০ ফুট গভীর খাদে পড়ে ১২ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। বাঘাইছড়ির সাজেক রুইলুই পাড়া থেকে ফেরার পথে হাউজপাড়ার ডাবু আদাম এলাকায় মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১৯-০৪৪৫) নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। আহত পর্যটকদের মধ্যে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন। তারা সবাই রাজশাহী শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন রাইসুল ইসলাম (২৮), মোছাম্মৎ খাদিজা বেগম (৩৫) ও মোছাম্মৎ দুলালী (৩২)। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার দৈনিক আজাদীর কাছে বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ শিকার বন্ধ
পরবর্তী নিবন্ধ৪ ইউনিট থেকে উৎপন্ন হচ্ছে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ