১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

প্রায় দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫। গতকাল ভোর সাড়ে চারটায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথনের উদ্বোধন হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল-‘এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান’। ইভেন্টে চারটি বিভাগে দৌড় প্রতিযোগিতা ছিল। ৪২.২ কিমি (ফুল ম্যারাথন), ২১.১ কিমি (হাফ ম্যারাথন), ১০ কিমি (মিড রান), .৫ কিমি (কিডস রান)। জানা গেছে, দৌড় প্রতিযোগিতাটি শুরু হয় কক্সবাজার লাবণী বীচ পয়েন্ট থেকে। এরপর দৌড়বিদরা হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদন্ডি, পোকখালী, ইসলামপুরের খান বীচ অতিক্রম করে পুনরায় লাবণী বীচে এসে দৌড় শেষ করেন। খবর বাসসের।

৪২.২ কিমি (ফুল ম্যারাথন) তে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন রহিম উদ্দিন। ২১.১ কিমি (হাফ ম্যারাথন) পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মামুন এবং নারী বিভাগে প্রথম হয়েছেন আফরোজ আক্তার রিক্তা। ১০ কিমি (মিড রান) পুরুষ বিভাগে প্রথম হয়েছেন জাকির হোসেন এবং নারী বিভাগে প্রথম হয়েছেন বিপাশা। ২.৫ কিমি (কিডস রান) শিশুর মধ্যে প্রথম হয়েছেন সাফিন ওমায়ির এবং মেয়ে শিশুর মধ্যে দ্বিতীয় হয়েছেন ওয়াসিনা বিনতে আমিদ। লাবণী উন্মুক্ত মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে তোফাজ্জল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টাইগার স্পোর্টিং ক্লাব ফাইনালে
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে এইটবল পুল এন্ড স্নুকারে চ্যাম্পিয়ন আয়াজ, রানার আপ নাফি