১৫দিন আগে হারিয়েছেন স্বামীকে, চোরের থাবায় গেলো জীবিকা নির্বাহের ৪টি গরুও

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৯:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে এক খামারির ৪গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তেকোটা গ্রামের আব্দুল কালাম সওদাগরের বাড়িতে এঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী উপজেলার হাইলধর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তেকোটা গ্রামের আব্দুল কালাম সওদাগরের বাড়ির মৃত ইউসুফ নবীর স্ত্রী। মাত্র ১৫দিন আগে হারান স্বামীকে। স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে গৃহপালিত পশু পালন করতেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মমতায় চোরের থাবায় উপার্জনের একমাত্র উৎস হারাতে হলো তাকে।

এঘটনায় ভুক্তভোগী খামারি রিনা আক্তার (৩৮) বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কিছু ভুক্তভোগী রিনা আক্তারের স্বামী মারা যাওয়ার পর তিনি গৃহপালিত পশু পালন করে জীবিকানির্বাহ করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে গোয়ালঘর দেখাশোনা করে ঘুমিয়ে যান রিনা আক্তার। পরদিন বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তিনি গোয়ালঘর ঝাড়ু দিতে গিয়ে দেখেন তার গোয়ালঘর শূন্য। পাঁচটি গরুর একটি গরুও গোয়াল ঘরে নেই। তিনি শংকিত হয়ে আশেপাশের লোকজনদের ডেকে ছুটোছুটি করতে থাকেন। এক পর্যায়ে বসতঘরের একটু দূরে বিলের মাঝখানে বাছুরটি পাওয়া যায়। কিন্তু বাকি আর চারটি গরু পাওয়া যায়নি।

অভিযোগে তিনি জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে অজ্ঞাত চোরেরা গোপনে গোয়ালঘরে প্রবেশ করে জীবিকা নির্বাহ উৎসগুলো নিয়ে যায়। এতে আর্থিক ভাবে তিনি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, চুরি হয়েছে ২টি গাভী, ১টি ষাড় বাছুর ও ১টি বড় ষাঁড়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।

স্থানীয় গ্রাম পুলিশ আকাশ বলেন, ‘গরু চুরির খবর পেয়েছিলাম। অভিযোগ করেছে কি-না জানি না।বিস্তারিত জেনে জানাতে পারবো।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ডাক্তার ও কেমিস্টদের সঙ্গে দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ রেজাউল করিমের মতবিনিময়