লোহাগাড়ার পদুয়ায় অভিযান চালিয়ে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ইউনিয়নের তেওয়ারী হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
এ সময় ব্যবসায়ী মো. বেলালকে ৫ হাজার, সালাহ উদ্দিনকে ২ হাজার, জাহাঙ্গীরকে ১ হাজার, আবদুল মান্নানকে ২ হাজার, মো. মিয়াকে ১০ হাজার, আবদুল হাকিমকে ২০ হাজার, শাহাদত হোসেনকে ১ হাজার, মো. হেলালকে ১ হাজার, মো. মোস্তাককে ৫ হাজার, মো. খোরশেদকে ১০ হাজার, আবুল হাশেমকে ২ হাজার, মাহাতির মোহাম্মদকে ৫ হাজার, মো. খোরশেদকে ৫০ হাজার ও মো. তফসিরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানান, মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রি, ফুটপাত দখল করে দোকান স্থাপন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির অভিযোগে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। এছাড়া তরমুজ, কলাসহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।