১৪ ব্যক্তি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

বিধিনিষেধ অমান্য

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১২:০৪ অপরাহ্ণ

করোনা ঠেকাতে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করার দায়ে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ ব্যক্তি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ১০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত মোট ৬টি অভিযানে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা ঠেকাতে সারাদেশের মতো চট্টগ্রামেও লকডাউন চলছে। এসময় জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যদের চলাফেরায় কিছু বিধি নিষেধ আরোপিত রয়েছে। এর মধ্যে কিছু ব্যক্তি প্রতিষ্ঠান এসব বিধি নিষেধ মানছে না। তাই প্রতিদিনের ন্যায় বুধবারও অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১৪ জনকে ১৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন চলমান থাকা পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনে নারী ও শিশু হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে প্রবাসীর বাড়িতে চুরি