১৪ বছর পর পাকিস্তানে দক্ষিণ আফ্রিকা দল

| রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

অবশেষে ঘটল অপেক্ষার সমাপ্তি। দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তান সফরে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে গতকাল শনিবার সকালে পাকিস্তান পৌঁছে দক্ষিণ আফ্রিকা। এর আগে সবশেষ ২০০৭ সালে পাকিস্তান সফরে গিয়েছিল প্রোটিয়াসরা। সেবার দুই টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলেছিল তারা। টেস্ট সিরিজে ১-০ ও ওয়ানডে সিরিজটি তারা জিতেছিল ৩-২ ব্যবধানে। এবার করোনা পরিস্থিতির মাঝেই দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির জন্য পাকিস্তানে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। চাটার্ড ফ্লাইটে করে করাচি পৌঁছেছে তারা।

পূর্ববর্তী নিবন্ধএখন কেউ ‘খেলতে’ এলেই ধরা খাবে
পরবর্তী নিবন্ধহাজি আবদুল হান্নান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন