১৪ বছর ধরে রাতে না খেয়ে আছেন মনোজ

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৩৮ পূর্বাহ্ণ

ফিটনেস’ ধরে রাখতে অভিনেতাঅভিনেত্রীরা কত কিছুই না করেন। তবে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী এক যুগের বেশি সময় ধরে যা করেছেন, সেটি সচরাচর শোনা যায় না। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শেষ ১৪ বছরে রাতের খাবার বাদ দিয়ে দিয়েছেন এই অভিনেতা। সুস্বাস্থ্য ধরে রাখতেই তার এমন অভ্যাস। সমপ্রতি স্বাস্থ্য ও ভ্রমণ বিষয়ক ভারতীয় পোর্টাল ‘কার্লি টেলস’কে দেওয়া এক সাক্ষাৎকারে নৈশভোজ ছেড়ে দেওয়ার বিষয়ে কথা বলেন মনোজ। ‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতা মনোজ জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে রাতে প্রায় কিছুই খান না তিনি। ঠাকুরদার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই অভ্যাস তিনি রপ্ত করেছেন। মনোজ বলেন, ১৩১৪ বছর হয়ে গেল যে আমি রাতে কিছুই খাই না। আমার দাদু রোগা মানুষ ছিলেন। তবে উনিও রাতে না খেয়ে থাকতেন এবং বেশ সুস্থ থাকতেন। তাই আমার মনে হয়েছিল, আমার দাদুর খাদ্যাভ্যাস মেনে চললে মন্দ হয় না। এ অভ্যাস শুরুর কিছুদিন পর থেকেই ‘সুফল’ মিলতে শুরু করে জানিয়ে মনোজ বলেন, রাতে খাওয়া ছেড়ে দেওয়ার পর আমার ওজন কমতে শুরু করল। একই সঙ্গে বেশ এনার্জিও বেড়ে গেল। নিজেকে বেশ স্বাস্থ্যবান মনে হত তখন। তারপরই আমি সিদ্ধান্ত নিই, এখন থেকে এই নিয়মই মেনে চলব। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালন
পরবর্তী নিবন্ধপরিণীতির বাগদান, সেজে উঠেছে অভিনেত্রীর বাড়ি