১৪ ফেব্রুয়ারি

শিউলি বড়ুয়া | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

সাদা গোলাপ নীল গোলাপ

লাল গোলাপ আর মিষ্টি আলাপ।

চোখের দৃষ্টি খুব বেশি না

মাঝারি দীর্ঘশ্বাস

ক্ষণে ক্ষণে পলক ফেলা

যেন আপন উদাস।

বলতে গেলে হোঁচট খাই

কথায় শব্দ গতি

এদিক ওদিক কী সব দেখে

অসহ্য এক ভীমরতি।

শুনতে শুনাতে ভাবতে বলাতে

বলে ক্যান আছেন

ওমা তোতলা নাকি

কেমন এতে আঁটকাচ্ছেন

মাঝখানে লম্বা আলাপ

ভালোলাগার তড়িৎ সংলাপ

অবশেষে সাঙ্গ হলো মনের আড়াআড়ি

ভালোবেসে পরাবো মালা ১৪ই ফেব্রুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধতুমি আমায় ভালোবাসো
পরবর্তী নিবন্ধসেদিনগুলো