চট্টগ্রামে নতুন করে আরো ৯৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়াল। বুধবার পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১ জনে। ১৪ দিন পর শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আক্রান্তদের মাঝে ৩০২ জনের মৃত্যু হল চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, বুধবার ১ হাজার ৪৯টিসহ এ পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ৪৪০টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২১ হাজার ১ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৬.৩৫ শতাংশ। নতুন ৬ জনসহ এ পর্যন্ত ১৬ হাজার ৪৭৩ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৭৮.৪৩ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে, বুধবার চট্টগ্রামের ল্যাবগুলোতে মোট ১ হাজার ৪৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৯৮ জনের মধ্যে ৮৪ জন মহানগরীর এবং ১৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন উপজেলা পর্যায়ে বাঁশখালীতে ৫ জন, সাতকানিয়া, পটিয়া ও হাটহাজারীতে ২ জন করে এবং চন্দনাইশ, ফটিকছড়ি ও সীতাকুণ্ডে ১ জন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।