১৪ কোটি ৬৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি

প্রিমিয়ার এক্সেসরিজকে কারণ দর্শানোর নোটিশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন প্রিমিয়ার এক্সেসরিজ লিমিটেড নামের একটি বন্ডেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহার করে ১৪ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৭১৩ টাকা ফাঁকিকৃত রাজস্ব আদায়ে দাবিনামাসহ কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম। গত ২৯ ডিসেম্বর বন্ড কমিশনারেটের কমিশনার একেএম মাহাবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে মেশিনারিজের উৎপাদন ক্ষমতার অতিরিক্ত কাঁচামাল ব্যবহার দেখিয়ে ১১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩৬৯ টাকা এবং জালিয়াতির মাধ্যমে ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) বিপরীতে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) গ্রহণের মাধ্যমে অবৈধভাবে কাঁচামাল অপসারণ বাবদ ৩ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৪৪ টাকার রাজস্ব ফাঁকি বিষয়ে নোটিশ জারির ৩০ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ঢাকার পত্রের সাথে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আপনাদের কারখানায় স্থাপিত টুইল টেপ ও ড্রয়েস্টিং উৎপাদনকারী মেশিনারিজের জন্য নির্ধারিত উৎপাদন ক্ষমতার অতিরিক্ত কাঁচামাল ব্যবহার দেখিয়ে ইউপি গ্রহণ করেছেন। অভিযোগের ভিত্তিতে এই দপ্তর থেকে আপনাদের ২৯ মার্চ ২০২০ থেকে ১৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মোট ২২৪ কার্যদিবসে ইস্যুকৃত ২২৯টি ইউপি পর্যালোচনায় দেখা যায়, এই সময়ে ১২ সেট টুইল টেপ মেশিনের মোট উৎপাদন ক্ষমতা ২ লাখ ৬৮ হাজার ৮০০ কেজি এবং ৭৫টি ড্রয়েস্টিং উৎপাদনে পলিস্টার ইয়ার্নের ব্যবহার দেখিয়েছেন ১০ লাখ ৪২ হাজার ১১৬ কেজি ও ২ লাখ ৭৮ হাজার ২৮ কেজি। অর্থাৎ টুইল টেপ উৎপাদনের জন্য ৭ লাখ ৭৩ হাজার ৩৬৩ কেজি পলিস্টার ইয়ার্ন ও ড্রয়েস্টিং উৎপাদনের জন্য ১ লাখ ২৬ হাজার ৮২৮ কেজি পলিস্টার ইয়ার্ন কারখানায় স্থাপিত মেশিনারিজের উৎপাদন ক্ষমতার অতিরিক্ত কাঁচামাল ব্যবহার দেখিয়ে অবৈধভাবে অপসারণ করেছেন। ওই অবৈধ অপসারিত কাঁচামালের শুল্কায়নযোগ্য মূল্য ১৯ কোটি ৫০ লাখ ২১ হাজার ১০৮ টাকা এবং কাঁচামালের ওপর প্রযোজ্য করাদির পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩৬৯ টাকা।
এছাড়া সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ঢাকার দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, এই দপ্তর থেকে ইস্যুকৃত ইউপি, সংশ্লিষ্ট ব্যাংক, বিজিএমইএ, বিকেএমইএ এবং সিইপিজেড থেকে প্রাপ্ত তথ্যের আলোকে যাচাই বাছাই সাপেক্ষে বিজিএমই হতে ৬টি এবং বিকেএমইএ থেকে ১০টি ইউডির মাধ্যমে অসত্য ইউডি এবং ইউডি সংশোধন করে এই দপ্তর থেকে ৭৩টি ইউপি অনুমোদন করা হয়েছে। ওই ইউপিগুলোতে ব্যবহৃত কাঁচামালের শুল্কায়নযোগ্য মূল্য দাঁড়ায় ৫ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৫২৫ টাকা। ইউপিতে কনজাম্পশন শিট ও ইউপি ফরমে অসত্য তথ্য প্রদান করে বন্ড লাইসেন্সের শর্ত ভঙ্গ ও বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে দাখিলকৃত ইউপিতে পলিস্টার ইয়ার্নে ৩ লাখ ২১ হাজার ৫৭৩ কেজি, কটন ইয়ার্ন ২৩ হাজার ৩৩৩ কেজি, ডুপ্লেক্স বোর্ড ৩৭ হাজার ১২৯ কেজিসহ মোট ৩ লাখ ৮২ হাজার ৩৫ কেজি ব্যবহৃত কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক কর দাঁড়ায় ৩ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৪৪ টাকা।
কাস্টমস আইন অনুসারে বন্ড লাইসেন্স বাতিল এবং ফাঁকিকৃত জড়িত রাজস্ব বাবদ ১১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩৬৯ টাকা এবং একই অপরাধে ফাঁকিকৃত ৩ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৪৪ টাকা কেন আদায় হবে না তার লিখিত জবাব এই পত্র জারির ৩০ দিনের মধ্যে কাস্টমস আইনের সেকশন ১৮০ অনুযায়ী দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার একেএম মাহাবুবুর রহমান বলেন, বন্ড সুবিধার অপব্যবহার করার কারণে প্রিমিয়ার এক্সেসরিজ লিমিটেডের বিরুদ্ধে মোট ১৪ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৭১৩ টাকা ফাঁকিকৃত রাজস্ব আদায়ে দাবিনামা নোটিশ জারি করা হয়েছে। নোটিশে অগ্নিকাণ্ডের পর কারখানা বন্ধ ও ইউপি গ্রহণ করার বিষয় উল্লেখ কেন নেই জানতে চাইলে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনটি এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল করেছে। আমরা কেবল প্রতিবেদন পর্যালোচনা করে দাবিনামাসহ কারণ দর্শানোর নোটিশ জারি করেছি।
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে কে এইচ লতিফুর রহমানের মালিকানাধীন প্রিমিয়ার এক্সেসরিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ডের পর কাস্টমস বন্ড কমিশনারেটের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করার থাকলেও সেই সময় সেটি মানা হয়নি। উল্টো কারখানা পোড়ার পরও ইউপি ইস্যুর ঘটনা ঘটে। একইসাথে প্রিমিয়ার এক্সেসরিজ লিমিটেডের নামে নতুন অস্থায়ী গুদামের অনুমোদন দেয় বন্ড কমিশনারেটের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচন প্রচারণায় এমপিদের অংশ না নেয়ার বিধান বৈষম্যমূলক : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপুলিশ বলেছিল ধর্ষণ, ডিবির কাছে ধর্ষণ চেষ্টা