চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় আগামী ১৪ ও ১৫ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। গত ২৫ জুলাই মোমিন রোডস্থ ‘শিশুবিশ্ব’ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. উদিতি দাশ সোমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাবিপ্রবির সাবেক উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার, লেখক প্রফেসর ড. প্রণব কুমার চৌধুরী, চুয়েটের প্রফেসর প্রাবন্ধিক ড. উজ্জ্বল কুমার দেব, মহিলা কলেজ–চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ কবি গল্পকার তহুরীন সবুর ডালিয়া, কথাসাহিত্যিক–ব্যাংক নির্বাহী নাসের রহমান, চসিকের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ সাকী, অধ্যাপক–প্রাবন্ধিক মৃণালিনী চক্রবর্তী, চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন, বাংলাদেশ নৌবাহিনী কলেজের অধ্যাপক কথাসাহিত্যিক বিচিত্রা সেন, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাজহারুল হক, কবি শিশুসাহিত্যিক মারজিয়া খানম সিদ্দিকা, নিজামপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, কবি উপস্থাপক রোকেয়া হক, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, কবি–ছড়াকার জিএম জহির উদ্দীন, মাউশি–চট্টগ্রামের সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আজাদ বুলবুল, বিএড কলেজের অধ্যাপক প্রাবন্ধিক ড. শামসুদ্দিন শিশির, প্রাবন্ধিক শাকিল আহমদ, দৈনিক আজাদীর সহ সম্পাদক ইসমাইল জসীম, চবির ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ ছিদ্দিক, বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রাবন্ধিক পিংকু দাশ ও লেখক রাশেদ রউফ।
সভায় সম্মেলন উপলক্ষে ৬টি উপ–কমিটি গঠন করা হয়। প্রতিটি উপ–কমিটির সদস্যবৃন্দের প্রস্তাবনা আগামী সভায় চূড়ান্ত করা হবে। সভায় বলা হয়, কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট লেখক, যাদের বই প্রকাশিত হয়েছে, অথবা যাদের পত্রিকায় প্রকাশিত ১০টি লেখা আছে, অথবা যাদের এমফিল বা পিএইচডি আছে, তারাই এই লেখক পরিষদে যুক্ত হতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি।