১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০৪ করোনা শয্যাই ফাঁকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসার পর্যাপ্ত শয্যা থাকলেও কোনো হাসপাতালে করোনা রোগী নেই। সবকটি হাসপাতালেই করোনা শয্যা ফাঁকা। চট্টগ্রামের ১৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে ৮১৩টি শয্যা। এর মধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য ৩০৪টি শয্যা বরাদ্দ রাখা রয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে খবর নিয়ে জানা গেছে, কোনো হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি নেই। তবে উপজেলা হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসার জন্য সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান। তিনি জানান, ৮টি উপজেলায় সেন্ট্রাল অক্সিজেন রয়েছে। ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫২৬টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। যে ৮টি উপজেলায় সেন্ট্রাল অক্সিজেন রয়েছে সেই উপজেলাগুলো হলো-আনোয়ারা উপজেলা, বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, লোহাগাড়া, পটিয়া, সীতাকুণ্ড ও সাতকানিয়া। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে ৩টি উপজেলায়। অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ১১টি উপজেলায়।
জেলা সিভিল সার্জনের অফিস সূত্রে জানা গেছে, আনোয়ারার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা রয়েছে ২০টি, বাঁশাখলীর ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ১৫টি, বোয়ালখালী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩টি, চন্দনাইশ উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ২০টি, ফটিকছড়ি বিবিরহাট হাসপাতালে শয্যা ৩০টি, হাটহাজারী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ১০টি, লোহাগাড়া ট্রমা সেন্টার হাসপাতালে ২০টি, মীরসরাই ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬টি, পটিয়া ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ১৫টি, রাউজান ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি এবং সুলতানপুর হাসপাতালে কোভিড শয্যা ৫০টি, রাঙ্গুনিয়া ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ২০টি, সীতাকুণ্ড ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ২০টি, সাতকানিয়া ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ২০টি, সন্দ্বীপ ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ৫টি এবং হারামিয়া ২০ শয্যার হাসপাতালে কোভিড শয্যা রয়েছে ৫টি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিতে স্থানীয় যুবক নিহত
পরবর্তী নিবন্ধভাইরাসে মারা গেল উটপাখি