বহুল প্রতীক্ষার করোনার টিকা উপজেলা পর্যায়ে যাচ্ছে আজ। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ টিকা পাঠানো হচ্ছে। চট্টগ্রামের ১৪টি উপজেলায় সবমিলিয়ে ৩ লক্ষাধিক ডোজ টিকা যাচ্ছে।
এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে উপজেলা পর্যায়েও করোনার টিকাদান শুরু হচ্ছে। এর আগেই বরাদ্দকৃত টিকা উপজেলাগুলোতে পৌঁছে দেয়া হচ্ছে। টিকাদানে ব্যবহৃত সিরিঞ্জগুলোও আমরা পেয়ে গেছি। শুক্রবার (আজ) থেকে সিরিঞ্জসহ এসব টিকা পাঠানো হচ্ছে। অধিকাংশ উপজেলায় শুক্রবারই টিকা পৌঁছে যাবে। তবে কয়েকটি উপজেলায় শনিবার পৌঁছাবে। এর মধ্যে টিকাদানের সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ বলে জানান সিভিল সার্জন।
উল্লেখ্য, সবমিলিয়ে ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে চট্টগ্রামে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ বরাদ্দ দেয়া হয়েছে। বাকি ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে চট্টগ্রামের ১৪ উপজেলায়। উপজেলায় অগ্রাধিকার তালিকাভুক্ত সম্মুখ যোদ্ধাদের এ টিকা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ্দ তালিকা অনুযায়ী- উপজেলাগুলোর মধ্যে আনোয়ারায় ১৫ হাজার ৫২৪ ডোজ, বাঁশখালীতে ২৫ হাজার ৮৪১ ডোজ, বোয়ালখালীতে ১৩ হাজার ৩৭২ ডোজ, চন্দনাইশে ১৩ হাজার ৯৬৫ ডোজ, ফটিকছড়িতে ৩১ হাজার ৫২৫ ডোজ, হাটহাজারীতে ২৫ হাজার ৮৭৬ ডোজ, লোহাগাড়ায় ১৬ হাজার ৭৭৬ ডোজ, মীরসরাইয়ে ২৩ হাজার ৮৯৬ ডোজ, পটিয়ায় ৩১ হাজার ৬৫১ ডোজ, রাঙ্গুনিয়ায় ২০ হাজার ৩১৭ ডোজ, রাউজানে ১৯ হাজার ৩৪৯ ডোজ, সন্দ্বীপে ১৬ হাজার ৬৯৭ ডোজ, সাতকানিয়ায় ২৩ হাজার ৬২ ডোজ এবং সীতাকুণ্ডে ২৩ হাজার ২৪৪ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে। ১৪টি উপজেলায় সবমিলিয়ে ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত এসব টিকা আজ থেকে উপজেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে- উপজেলায় প্রাথমিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙগুলোতে করোনার টিকা দেয়া হচ্ছে। সে হিসেবে মহানগর ছাড়া চট্টগ্রামের ১৪ উপজেলায় ১৪টি কেন্দ্রে এ টিকা দেয়া হবে। উপজেলার এই একটি কেন্দ্রে ২টি করে টিম টিকাদানে নিয়োজিত থাকবে। টিকাদানকারী হিসেবে ২ জন মিড ওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং ৪ জন স্বেচ্ছা সেবকের সমন্বয়ে প্রতিটি টিমে মোট ৬ জন সদস্য থাকবেন। এরই মধ্যে এসব টিমের প্রশিক্ষণ কার্যক্রমও শেষ হয়েছে। আর মহানগরে ১৫টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। যদিও মহানগরে শুরুতে কেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে এই টিকা দেয়া হবে। ৭ ফেব্রুয়ারি সকালে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।