ভাষাসৈনিক আহমদ রফিকের লেখা ‘ভাষা আন্দোলনের ইতিহাস’ বইতে তুলে ধরা হয়েছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আগ মুহূর্তের ঘটনাবলি। লেখা হয়েছে,‘ …যতটুকু জানা যায় ২০ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারির পরপরই হল–হোস্টেলের জঙ্গি গ্রুপ এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী চিন্তায় সরব হয়েছে। তাদের সমর্থনে ছিল রাজনীতিসচেতন ছাত্রসমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ। সর্বদলীয় বৈঠকে ১৪৪ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গৃহীত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, মেডিকেল কলেজ, জগন্নাথ কলেজ এবং কয়েকটি হলের ছাত্রকর্মীগণ ১৪৪ ধারা অমান্য করে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্তে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন। এদের মধ্যে সে রাতেই এ বিষয়ে যোগাযোগও ঘটেছে ঐ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য, যেমন মেডিকেল কলেজ থেকে ঢাকা হল, জগন্নাথ কলেজ থেকে মেডিকেল কলেজ ইত্যাদির ক্ষেত্রে’। মোটামুটি প্রায় সবাই ১৪৪ ধারা অমান্য করে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।