১৩ হাজার টাকা জরিমানা

লকডাউনে বিধিনিষেধ অমান্য

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের ১০টি টিম। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিধিনিষেধ উপেক্ষা করে অযথা গাড়ি নিয়ে বের হওয়া, দোকান খোলা রাখা এবং মাস্ক না পরার দায়ে ২৯ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের স্ট্যাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় ২টি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ একই এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ও নূরজাহান আক্তার সাথী পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬টি মামলায় ২ হাজার ১০০ টাকা টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় ৫টি মামলায় ৫ হাজার টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ ৩টি মামলায় ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় ১টি মামলায় ২০০ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ৩টি মামলায় ১ হাজার ২০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় ৩টি মামলায় ১ হাজার ৪০০ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক ৬টি মামলায় ১ হাজার ২৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
এছাড়া লকডাউন সফল করার লক্ষ্যে সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও আব্দুল্লাহ আল মামুন নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার মকবুল ফকির শাহর বার্ষিক ওরশ স্থগিত
পরবর্তী নিবন্ধকার্যকর লকডাউন বাস্তবায়ন দাবি