১৩ বছর পর জুলফিকার রাসেলের কথায় বাপ্পার গান

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

গানটি অনেকভাবেই বেশ অর্থবহ। সেসব আলাপের আগে পরিচিতি হওয়া যাক, গানটির নাম ‘বন্ধু চেনা দায়’। জুলফিকার রাসেলের কথায় এটির কণ্ঠ, সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানটির রেকর্ডিং শেষ, এখন চলছে ভিডিও শুটিং। মুক্তির পরিকল্পনা আসছে পহেলা বৈশাখ উৎসবে। গানটির ভিডিও নির্মাণ করছেন অনিন্দ কবীর অভিক। বাপ্পা মজুমদারের সামপ্রতিক গানচিত্রে খুব বেশি মডেল বা কোরিওগ্রাফির বালাই থাকে না। তবে এই গানটির শুটিং আয়োজন বেশ বিস্তৃত। শনিবার শুটিং ফ্লোর থেকেই কথা বললেন এ প্রসঙ্গে। বাপ্পা মজুমদার বলেন, এবারের কাজটির একটু বিস্তৃত পরিসরে শুট হচ্ছে। যেখানে আমার পাশাপাশি কোরিওগ্রাফির একটা বড় অংশ রয়েছে। কাজ চলছে, শেষ হলে আরও বিস্তারিত বলা যাবে।

এবার আসা যাক কেন গানটি অনেকভাবেই অর্থবহ। প্রথম কারণ, টানা ১৩ বছর পর জুলফিকার রাসেলের গীতিকবিতা কণ্ঠে তুলেছেন বাপ্পা মজুমদার। যে জুটির মাধ্যমে সংগীতাঙ্গন পেয়েছে অসংখ্য জনপ্রিয় ও সমৃদ্ধ গান। বাপ্পাজুলফি জুটির একক অনেক গানের পাশাপাশি উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘একই শহরে’, ‘ইচ্ছে করেই একসাথে’, ‘আবার পথে দেখা’, ‘স্বপ্নরানী’, ‘পরস্পর’ প্রভৃতি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে লালন সংগীতের আসর
পরবর্তী নিবন্ধ১৫ বছর পর পল্লবের ফেরা