১৩ বছরের সাজা এড়াতে ৩১ বছর ধরে পলাতক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৮ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে মো. নাছির প্রকাশ নাজিম উদ্দিন (৫৫) নামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার পৌনে ৩টার দিকে পাহাড়তলী থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাছির বাঞ্ছারামপুরে ডাকাতি করার পর ৩১ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পলাতক অবস্থায় ছিলেন। তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পরিত্যক্ত পুকুরে মিলল চার মোটরসাইকেল