সমাজিক সংগঠন স্পন্দন এর উদ্যোগে নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের জালালাবাদ এলাকায় আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যবস্থাপনায় দিনব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করা হয়। আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী মজুমদারের সভাপতিত্বে মহানগর যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক এর পরিচালনায় এ কার্যক্রম উদ্বোধন করেন সাংসদ ডা. আফসারুল আমিনের সন্তান ডা. মাহিদ বিন আমিন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক নূর মোস্তাফা, ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. মহসিন, ১৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম শাহ, বন ও পরিবেশ সম্পাদক হায়দার আলী, আওয়ামী লীগ নেতা খালেদ মোশাররফ রকেট, মো. হেলাল উদ্দিন, জাবেদ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাছির মেহেদী হাসান জুয়েল, যুবলীগ নেতা মোজ্জামেল হক সুমন, নাসিম খান সুমন, কাইসার উদ্দিন, মো. কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।