১৩ দিন পর চালু হলো রাঙামাটি -খাগড়াছড়ি সড়ক

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ১০:১১ পূর্বাহ্ণ

টানা ১৩ দিন বন্ধ থাকার পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে শুরু হয়েছে যান চলাচল। ভেঙে পড়া কুতুকছড়ি বেইলি ব্রিজের পাশে নতুন বিকল্প সড়ক ও ব্রিজ স্থাপন করেছে সেনাবাহিনী ২০ ইসিবি। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে গতি ফিরছে স্থবির হয়ে পড়া জীবনযাত্রায়, ব্যবসা-বাণিজ্যে ও মালামাল পরিবহনে। গতকাল সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ২১০ ফুট দৈর্ঘ্যের ভেঙে পড়া ব্রিজটিতে ইস্পাতের কাঠামো জোড়া লাগানোর কাজ চলছে। এজন্য কাপ্তাই থেকে আনা হয়েছে পুরনো ব্রিজের অংশবিশেষ। তা জুড়ে দিয়ে পুনরায় ব্রিজটি স্থাপন করা হবে। এর মধ্যে প্রায় ১৮০ ফুট জোড়া লাগানো হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহেই শেষ হবে সেতুটির কাজ। গতকাল দুপুরে বিকল্প সড়ক ও ব্রিজ হয়ে পারাপার করছিলেন বাস চালক মো. জাকির। তিনি বলেন, ১৩ দিন সড়কে বাস চলাচল বন্ধ থাকায় চালক ও যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। সওজের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফীন বলেন, এখন থেকে বাস, ট্রাক, মিনিবাসসহ সব ধরনের গাড়ি বিকল্প সড়ক হয়ে চলাচল করতে পারবে। তবে ৫ টনের বেশি কোনো গাড়ি চলাচল করতে পারবে না। তিনি বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা প্রয়োজন। আমরা ইতোমধ্যে সেতু নির্মাণের নকশা পেয়েছি। আশা করছি, সকল প্রক্রিয়া সম্পন্ন হলে সেতু নির্মাণের কাজ শুরু করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধমেয়র প্রার্থী ওয়াহেদ মুরাদের পক্ষে গণসংযোগ
পরবর্তী নিবন্ধকবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত সংবর্ধিত