১৩ দফা দাবি চসিকের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ১৩ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জাতীয়তাবাদী শ্রমিককর্মচারী ইউনিয়ন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গতকাল লিখিত আকারে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির নেতাকর্মীরা।

১৩ দফা দাবি হচ্ছেদুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে থাকা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শান্তির ব্যবস্থা নেয়া। এছাড়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা কর্মচারীগণকে দ্রুত সময়ের মধ্যে তাদের প্রাপ্য পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা এবং বিগত প্রশাসনের সময়ে যাদের প্রতি অবিচার করা হয়েছে তাদেরকে কর্মক্ষেত্রে পুনর্বহালের ব্যবস্থা করা। বিগত প্রশাসনের সময়ে অনিয়মিতভাবে পদোন্নতি এবং নিয়োগ প্রাপ্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

৩য় ও ৪র্থ শ্রেণির অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করণের উদ্যোগ গ্রহণ, অস্থায়ী কর্মকর্তাকর্মচারীগণের বেতন বৃদ্ধিতে সৃষ্ট বৈষম্য দূরীকণের ব্যবস্থা গ্রহণ, কর্মকর্তাকর্মচারীদের হাজিরা প্রদানে অনিয়ম দূরী করা, অবসর প্রাপ্ত কর্মকর্তাকর্মচারীদের অবসরকালীন প্রাপ্য যথাসময়ে প্রদানের ব্যবস্থা নেয়া, বিধিবহির্ভূতভাবে বাসা বরাদ্দ বাতিল করে পুনরায় বিধি মোতাবেক বাসা বরাদ্দ প্রদান করা এবং যানবাহন বরাদ্দে অনিয়ম দূর করা। এছাড়া চসিককে জনসাধারণের নিকট গ্রহণযোগ্য ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখা।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজদের তালিকা করছে প্রশাসন ও শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধআ. লীগের ১৬ বছরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন