১৩ তারিখ থেকে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের

জনসভায় জামায়াতের আমির

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে’ বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা গত সাড়ে ১৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করবো পেটের ভিতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা। জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাআল্লাহ।’ গতকাল ঢাকার কারওয়ান বাজারে ঢাকা১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। খবর বিবিসি বাংলার।

নির্বাচনে জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ‘১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের।’ চাঁদাবাজি বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি।

জামায়াতের আমির সমাবেশে জানান, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় ‘জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি’ এবং ‘মন্ত্রণালয় বাঁচাতেই’ দায়িত্বও ছাড়েননি। তিনি বলেন, ‘দু একজন নেতা বলছেন, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এ কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক। বেঁচে যাক দুর্নীতির হাত থেকে, রক্ষা পাক।’

এদিকে বাংলানিউজ জানায়, যুবকদের হাতে বাংলাদেশ তুলে দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের কারণেই একটি চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। যুবকদের কারণে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি।

তিনি বলেন, আমাদের যুব সমাজের কাউকে চাঁদাবাজ, দখলবাজ, অস্ত্রবাজ বানাবেআমরা তা সহ্য করবো না। তাদেরও আমরা বুকে টেনে নেবো। সম্মানের কাজ তুলে দেবো। আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেবো না। আমরা তাদের হাতকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো। তারাই বাংলাদেশ গড়ে দেবে। আমরা বিশ্বাস করি, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করলে, বাংলাদেশ জাম্প দিয়ে, লাফ দিয়ে সামনে এগিয়ে যাবে।

চাঁদাবাজ রাজনীতিবিদদের সমালোচনা করে জামায়াত আমির বলেন, চাঁদাবাজির সঙ্গে রাজনীতির সম্পর্ক কী? এটি তো দুর্বৃত্তপনা। রাজনীতি হলো নীতির রাজা। কেন চাঁদাবাজি করবেন? চাঁদাবাজি বন্ধ করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী পাঠাবো না। সঙ্গে আমরাও মাঠে নামবো বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকের গ্রাহককে প্রতারিত করার চেষ্টা, কথা না শুনায় গালাগালি