১৩ জেলায় সড়কে ঝরল ২৬ প্রাণ

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

দেশের ১৩ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। পুলিশ বলছে, শনিবার ভোর থেকে রাতের মধ্যে এসব দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়ায় একই পরিবারের চারজনসহ পাঁচজনের প্রাণ গেছে। পুঠিয়া উপজেলায় বেলপুকুর বাইপাস মোড়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই পাঁচজন মারা যান। মীরসরাইয়ে রাস্তায় গ্যাসলাইন মেরামত করার সময় কন্টেইনারবাহী লরির চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।

সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ভারতীয় নাগরিক অসীম কুমার (৪৫) ও ছবি বিশ্বাস (৩৬)। আহত হয়েছেন প্রাইভেটকারের চালক সজীব। ফেনীর ফুলগাজী উপজেলায় অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে আট মাস বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অটোরিকশার তিন যাত্রী।

গাজীপুরে ঢাকাময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তায় লরির ধাক্কায় একটি ভ্যানগাড়ি উল্টে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠার সময় ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। যশোরের বেনাপোলে বাসচাপায় মারা গেছে এক কিশোর। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা এক ঘণ্টা যশোরবেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেট কার খাদে পড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

ঢাকাচট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাসের ধাক্কায় নানীনাতির মৃত্যু হয়েছে। বিকালে মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছ্‌েন আরো তিনজন। রংপুরেরপীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচন নিয়ে ফের রাশিয়া-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি
পরবর্তী নিবন্ধরাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু