কোভিড-১৯ রোধকল্পে চলমান সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় নগরে ১৩ জনকে ২২০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস অভিযানে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, কাজীর দেউড়ি মোড়, জামালখান মোড়, চকবাজার গোলজার মোড়, লালখান বাজার মোড় ও ওয়াসা মোড়ে অভিযান পরিচালিত হয়েছে। এসময় পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।