বলিউড বাদশা শাহরুখ খানের প্রাসাদসম বাড়ি ‘মান্নাত’। এটি মুম্বাইয়ের বান্দ্রার সবচেয়ে অভিজাত এলাকার অন্যতম আকর্ষণও বটে। বলা হয়, মুম্বাই দর্শন অসম্পূর্ণ থেকে যাবে, যদি মান্নাতের গেটের বাইরে দাঁড়িয়ে একটা ছবি না তোলা হয়! কেউ কেউ বলেন, এ কথা আসলেই সত্য। শাহরুখের মান্নাত আরব সাগরমুখী। ছয়তলা বাড়িটি রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশেই কম নয়। রূপকথার নায়কের স্বপ্নের রাজমহলটি আধুনিকতা আর ঐতিহ্যের এক অদ্ভুত মিশেলে নির্মিত হয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখ খানের এ বাংলো প্রস্তাবিত মেরামত ও সংস্কার কাজের কারণে মার্চ মাস থেকে খবরের শিরোনামে রয়েছে। ২০০১ সালে প্রায় ১৩ কোটি রুপিতে বাংলোটি কিনেছিলেন কিং খান। ২০০৫ সালের একটি ডকুমেন্টারি ‘দ্য ইনার ওয়ার্ল্ড অফ শাহরুখ খান’–এ অভিনেতা মান্নাতের মহিমা ব্যাখ্যা করেছিলেন। শাহরুখের বয়ানে, বাড়িটি তার জীবনের সবচেয়ে কঠিন ক্রয় করা জিনিসের মধ্যে একটি। এটি তার কাছে ভালোবাসার বিষয়।
বাড়িটি প্রসঙ্গে এ অভিনেতা বলেন, আমার বাবা–মা মারা যাওয়ার পর আমার কোনো বাড়ি ছিল না। আমি মনে মনে সবসময় একটি বাড়ির প্রত্যাশা করেছিলাম। যেটি আমার পরিবারের জন্য একটি মনের মতো জায়গা হবে। আমার যখন বাচ্চা হয়েছিল তখন আমি এই বাড়িটি পেয়েছিলাম এবং একদিন, আমার নাতি–নাতনিরা এখানে পুরোনো পার্সি পরিবারের মতো বাস করবে।
ভারতের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ খান। গৌরী ও শাহরুখের স্বপ্নের এই বাড়ির মালিকানা বদল হয়তো প্রশ্নাতীত। লস অ্যাঞ্জেলস থেকে লন্ডন, দুবাই বিশ্বের বিভিন্ন প্রান্তে শাহরুখের নিজস্ব বাড়ি রয়েছে। তবে শাহরুখের নিজের মুখে বলেন, মান্নাত এমন একটি বাড়ি যা তিনি কখনোই বিক্রি করবেন না। কারণ সম্পত্তির সাথে তার মনের টান রয়েছে। মান্নাত শব্দের অর্থ প্রার্থনা, এ বাড়ি আদতেই তার প্রার্থনার ফল।
রিয়েল এস্টেট বিশেষজ্ঞ এবং স্থানীয় দালালরা জানিয়েছেন, এখন বাড়িটি বিক্রি করলে ২০০ কোটি রুপিরও বেশি দাম পাওয়া যাবে। শাহরুখ খান যদি এটি বিক্রি করার পরিকল্পনা করেন তবে একটি সেলিব্রিটি প্রিমিয়ামও যোগ হবে। জমির আকার এবং বিল্ট আপ এরিয়া ছাড়াও সেলিব্রিটি প্রিমিয়ামও বড় ভূমিকা পালন করে। স্থানীয় দালালদের মতে, বিশেষ করে বলিউড অভিনেতারা বান্দ্রায় বাংলো বিক্রি খুব কমই করেন।
২৭ হাজার স্কয়ার মিটার জায়গাজুড়ে অবস্থিত ‘মান্নাত’। এর ভেতরে রয়েছে জিম, সুইমিংপুল, বিশাল বাগান, একাধিক কামরা, জিমখানা, শাহরুখের অফিস, লাইব্রেরি, এমনকি আস্ত সিনেমা হল। আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে মনে করা হয় ‘মান্নাত’কে। শাহরুখের ট্রফি আর অ্যাওয়ার্ড রাখার জন্যই মান্নাতে রয়েছে একটা আলাদা কামরা। ৪২ জন আরাম করে বসে সিনেমা দেখবে–এত বড় হোম থিয়েটার আর কোথায় পাবেন মান্নাত ছাড়া? সেই থিয়েটারের দেওয়াল সাজানো ক্লাসিক হিন্দি সিনেমার পোস্টার, দেখলে হৃদয় শান্ত ও শীতল হয়ে যায়।