১৩৫ পূজামণ্ডপে উপমন্ত্রী নওফেলের সাড়ে ১৩ লাখ টাকা অনুদান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ১৩৫টি পূজা মণ্ডপে দশ হাজার টাকা করে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার নগরীর ওয়াসা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি বক্তপব্য মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একাত্তরের পরাজিত সামপ্রদায়িক শক্তি সুযোগের সন্ধানে আছে কিভাবে সামপ্রদায়িক সহিংসতা সৃষ্টি করা যায়। আপনাদের শুধু সচেতন থাকতে হবে, সবার চোখকান খোলা রাখতে হবে। আমরা এই সামপ্রদায়িক শক্তি কে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছি। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে এবং রাহুল দাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চন্দন ধর, কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম, কাউন্সিলর জহর লাল হাজারী, ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন, এডভোকেট তপন দাশ। বক্তব্য রাখেন হিল্লোল সেন উজ্বল, দেবাশীষ নাথ দেবু, কাউন্সিলর হাজী নুরুল হক, হারুনুর রশিদ হারুন, সলিমুল্লাহ বাচ্চু, পুলক খাস্তগীর, নুরুল আলম মিয়া, নুর মোস্তফা টিনু, কাউন্সিলর নিলু নাগ, লুতফরনেছা দোভাষ বেবী, রুমকি সেনগুপ্ত, শাহীন আক্তার রোজী, আঞ্জুমান আরা, মান্না বিশ্বাস, অর্পণ কান্তি ব্যানার্জি, বিপ্লব মিত্র, রাজীব দত্ত রিংকু, রিটু দাশ বাবলু, সজল দত্ত, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, এডভোকেট তপন দাশ।

পূর্ববর্তী নিবন্ধগণ আন্দোলন এই সরকারের পতনের একমাত্র পথ
পরবর্তী নিবন্ধআনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা